চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ভাঙাব্রীজ নামক এলাকায় মেসার্স মুন্তাজ এন্ড সন্স নামের একটি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মেসার্স মুন্তাজ এন্ড সন্স নামের দোকানের প্রোপ্রাইটর মুনিরুল ইসলাম জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে দোকানে থাকা কীটনাশক সার, একটি পালসা মোটরসাইকেল, ডিজেল তেলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় তার দোকানে থাকা রড, সিমেন্ট ও ঢেউটিনসহ বিভিন্ন উপকরণের ব্যাপক ক্ষতি হয়। তিনি দাবি করেনÑ এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল মজিদ আকন্দ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। অগ্নিকান্ডে দোকানে প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৩-০৩-১৮
মেসার্স মুন্তাজ এন্ড সন্স নামের দোকানের প্রোপ্রাইটর মুনিরুল ইসলাম জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে দোকানে থাকা কীটনাশক সার, একটি পালসা মোটরসাইকেল, ডিজেল তেলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় তার দোকানে থাকা রড, সিমেন্ট ও ঢেউটিনসহ বিভিন্ন উপকরণের ব্যাপক ক্ষতি হয়। তিনি দাবি করেনÑ এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল মজিদ আকন্দ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। অগ্নিকান্ডে দোকানে প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৩-০৩-১৮
from Chapainawabganjnews http://ift.tt/2FlAsdC
March 03, 2018 at 01:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন