বাংলাদেশের ‘সিনিয়র’দের সঙ্গে আজ ভারতের ‘তরুণ’দের লড়াই

কলম্বো, ১৮ মার্চঃ নিদাহাস ট্রফির ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে হারলেও পরের সবকটি ম্যাচ জিতেছে রোহিত শর্মা অ্যান্ড কোং। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে দুবার হারলেও শ্রীলংকাকে তাদেরই মাটিতে দু-দুবার হারিয়ে ফাইনালে উঠেছেন সাকিব, মুশফিকুররা। বিশ্রাম দেওয়ায় ভারতের অনেক সিনিয়র ক্রিকেটাররাই নেই। ফলে, আজ কার্যত বাংলাদেশের সিনিয়রদের সঙ্গে ভারতের তরুণদের লড়াই হতে চলেছে। বাংলাদেশকে দুবার হারালেও ফাইনাল যে কঠিন হতে চলেছে, তা মাঞ্চহে ভারতীয় টিম ম্যানেজমেন্টও। বিশেষ করে শেষ ম্যাচে প্রায় হারা ম্যাচ যেভাবে সাকিব্রা জিতেছেন, তারপরে তাদের আর আন্ডারডগ বলতে নারাজ। এখন দেখার বাংলাদেশের নাগিন ড্যান্স থামাতে পারেন কি না রোহিত-ধাওয়ানরা। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, শ্রীলংকার বিরুদ্ধে শেষ ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের আচরণ অনভিপ্রেত। নো বল না দেওয়া নিয়ে সাকিব সহ অন্য ক্রিকেটাররা যে আচরণ করেছেন, তা মেনে নেওয়া যায় না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GF9n3h

March 18, 2018 at 12:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top