বিপাকে নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলিয়াং  

গুয়াহাটি, ১৯ মার্চঃ বিধানসভা নির্বাচনের পরাজয়ের রেশ এখনও কাটেনি। এর মধ্যে ফের বিপাকে নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং। ‘ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড’ (এনএসসিএন-কে) জঙ্গিগোষ্ঠীকে আর্থিক সাহায্য করার অভিযোগে জেলিয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করল জাতীয় তদন্তকারি সংস্থা (এনআইএ)। এই বিষয়ে  জেলিয়াংয়ের বিরুদ্ধে প্রমাণ রযেছে দাবি জানিয়ে আগামী শনিবার তাঁকে তলবও করেছে  এনআইএ।     

 এনআইএ সূত্রে খবর, গত দুবছর ধরে ‘নাগা পিপিলস ফ্রন্ট'(এনপিএফ) সরকারের তহবিল থেকে ‘এনএসসিএন-কে’ জঙ্গিগোষ্ঠীকে আর্থিক সাহায্য করা হয়েছে এবং তৎকালীন মুখ্যমন্ত্রী  জেলিয়াং সেটি লিখিতভাবে অনুমোদন করেছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জেলিয়াং। আইনজীবী  মারফত এনআইএ-কে চিঠি দিয়ে তিনি জানান, তাঁর সরকারের তহবিল থেকে এনএসসিএন-কে বা অন্য কোনো জঙ্গিগোষ্ঠীর কাছে অর্থ যায়নি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2G2OqBp

March 19, 2018 at 08:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top