কলম্বো, ১৩ মার্চ- নিদাহাস ট্রফির চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত। সোমবার কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিকের দেয়া ১৫৩ রানের লক্ষ্য সহজেই টপকে যায় রবি শাস্ত্রীর শিষ্যরা। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে ব্লু আর্মি। সমান সংখ্যক ম্যাচে লঙ্কা শিবিরের সংগ্রহ ২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে বাংলাদেশের পয়েন্ট ২। এদিন টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করলেও টিম ইন্ডিয়ার বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করতে সক্ষম হয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন কুশল মেন্ডিস। ৩৮ বলের এই ইনিংসটি টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি এই ওপেনারের। এছাড়া উপল থারাঙ্গা ২২ ও দাসুন শানাকা করেন ১৯ রান। ভারতের হয়ে শাদরুল ঠাকুর চারটি, ওশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন জয়দেব উনাদকাট, জুযবেন্দ্র চাহাল ও বিজয় শংকর। ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আকিলা ধনাঞ্জয়ার ঘূর্ণিতে পড়ে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। দলীয় ২২ রানেই সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দুইজনকে শিকার করেন বাঁহাতি স্পিনার ধনাঞ্জয়া। এরপর লোকেশ রাহুলকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন সুরেশ রায়না। এ জুটি ভাঙ্গেন নুয়ান প্রদিপ। থিসারা পেরেরা তালুবন্দি হয়ে ব্যক্তিগত ২৭ রানে ফেরেন রায়না। ১৫ বলে সমান সংখ্যক ২টি করে চার ও ছক্কা নিজের ইনিংস খেলেন রায়না। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেনি রাহুলও। হিট উইকেট হয়েছেন তিনি। এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিককে নিয়ে দলের হাল ধরেন পান্ডে। অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। আর তাতেই ৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন পান্ডে। ৩১ বলে ৩টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ২৫ বলে ৫টি চারের সাহায্যে ৩৯ রান করেন কার্তিক। শ্রীলঙ্কার পক্ষে ১৯ রানের খরচায় ২টি উইকেট নেন ধনাঞ্জয়া। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শাদারুল ঠাকুর। এমএ/ ০২:১১/ ১৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GmRhCZ
March 13, 2018 at 08:14PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন