কুয়ো থেকে মিলল কয়েক হাজার আধার কার্ড

মুম্বই, ১৩ মার্চঃ কুয়ো পরিষ্কার করতে গিয়ে মিলল কয়েক হাজার আসল আধার কার্ড। মুম্বইয়ের অদূরে ইয়াভাতমল এলাকার ঘটনা। ওই এলাকার একটি কুয়ো থেকে নাইলনের একটি ব্যাগে ভরা ছিল আধার কার্ডগুলি। ব্যাগটি যাতে জলে ডুবে থাকে, সেজন্য ওই ব্যাগটির সঙ্গে বাঁধা ছিল কিছু ভারি পাথর।

কুয়ো পরিষ্কার করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শিণ্ডে নগর এলাকার সাই মন্দির প্রাঙ্গনে এমনই একটি কুয়ো পরিষ্কার করতে গিয়ে চক্ষু চড়কগাছ স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের।
জানা গিয়েছে, আধার কার্ডগুলি শহরতলির লোহারা গ্রামের বাসিন্দাদের। বেশিরভাগ কার্ড নষ্ট হলেও কিছু কার্ডে নাম-ঠিকানা পড়া যাচ্ছে।
বিষয়টি নজরে আসতে অভিযোগ দায়ের করা হয়। এরপর তদন্তের নির্দেশ দেন ডিস্ট্রিক্ট কালেক্টর। পোস্ট অফিস নাকি রাজস্ব দপ্তরের হেপাজতে ছিল কার্ডগুলি তা খতিয়ে দেখা হবে। তদন্তের নির্দেশ দিয়েছেন ইয়াভাতমলের চিফ পোস্ট মাস্টারও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DrlptS

March 13, 2018 at 04:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top