বিরতাবাজার (নেপাল), ১৮ মার্চঃ দিল্লি থেকে নেপালে আশ্রয় নিয়েছেন মোর্চার আসনচ্যুত সুপ্রিমো বিমল গুরুং। শুক্রবার সুপ্রিমকোর্টের রায় বিপক্ষে গেলেও আপাতত ধরা দিচ্ছেন না তিনি। বরং পশ্চিমবঙ্গ পুলিশের ধরপাকড় থেকে বাঁচতে এবার নেপালকেই আশ্রয় করছেন। পশ্চিমবঙ্গ সংলগ্ন নেপালের ঝাপা জেলার বিরতামোড়, ভদ্রপুর, দমক এলাকায় তিনটি হোটেলে ঘুরেফিরে রাত কাটাচ্ছেন। নেপাল পুলিশ রীতিমতো সশস্ত্র অবস্থায় নিরাপত্তা দিচ্ছে প্রাক্তন মোর্চা সুপ্রিমোকে।
সূত্রের খবর অনুযায়ী, সিকিম যে তাঁর পাশ থেকে সরে যাচ্ছে তার আভাস কিছুদিন আগেই পেয়েছিলেন গুরুং। তাই তিনি নয়দিন আগে দিল্লি থেকে নেপালে আশ্রয় নেন। সেই সময় থেকেই নেপাল পুলিশ বিমলকে নিরাপত্তা দিচ্ছে। শনিবার তাঁর খোঁজে নেপালের বিভিন্ন জায়গায় ঘুরেও দেখা মেলেনি। তবে, সিকিম নম্বরের বেশ কিছু গাড়ি তাঁর আশ্রয় নেওয়া হোটেলগুলিতে দেখা গিয়েছে।
বিমলের বিরুদ্ধে দেশদ্রোহিতা, খুন সহ প্রায় ৫৫টি জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। গত বছরের জুন মাসে পাহাড়ে আন্দোলন শুরু হওয়ার কিছুদিন পর থেকেই গা ঢাকা দিয়েছিল বিমল গুরুং। জানুয়ারি মাসের প্রথম দিকে মোর্চার বিমলকে কয়েক মুহূর্তের জন্য দিল্লিতে দেখা গিয়েছিল। কিন্তু তারপর আবার তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DC1x7c
March 18, 2018 at 05:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন