থাইল্যান্ড থেকে দ্রুতই দেশে ফিরবেন তামিম ইকবাল। ইনজুরিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলা হচ্ছে না তামিম ইকবালের। নিদাহাস ট্রফির ফাইনাল শেষে তামিম গিয়েছিলেন লাহোরে। সেখানে খেলেছিলেন পিএসএলের প্রথম এলিমিনেটর ম্যাচ। মাহমুদউল্লাহদের কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ১ রানে হারানোয় তামিমদের পেশোয়ার জালমি খেলে দুই নম্বর এলিমিনেটর ম্যাচ। কিন্তু ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারেননি তামিম। করাচি কিংসকে হারিয়ে তাদের দল পেশোয়ার উঠেছে ফাইনালে। ২৫ মার্চ পিএসএলের ফাইনাল খেলবে পেশেয়ার ও ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু বাঁ হাঁটুর পুরনো ব্যাথা বেড়ে যাওয়ায় করাচির ফাইনালে খেলা হবে না দেশসেরা ওপেনারের। প্রথম এলিমিনেটর ম্যাচ শেষে তামিম গিয়েছিলেন থাইল্যান্ডে। সেখানে বাঁ হাঁটুর পরীক্ষা-নিরীক্ষা করান। রিপোর্ট দেখার পর জাতীয় দলের ফিজিও চন্দ্রমোহন তামিমকে ১০ দিনের বিশ্রাম দিয়েছেন। দ্রুতই দেশে ফিরে তামিম বিশ্রামে থাকবেন। এরপর পূর্নবাসন প্রক্রিয়া শেষে ফিরবেন মাঠে। পিএসএলে এবার হেসেছে তামিমের ব্যাট। বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে ৬ ম্যাচে করেছেন ১৬১ রান। গড় রান ৩২.২০, স্ট্রাইক রেট ১০৪.৫৪। এমএ/ ১১:৫৫/ ২৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pCzLlV
March 24, 2018 at 05:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন