কলকাতা, ১১ মার্চঃ রেস্তোরাঁর বিল মেটাতে না পেরে ভর সন্ধ্যায় কলকাতার রাস্তায় নগ্ন হয়ে হাঁটলেন এক যুবক। তাঁকে দেখে পথচলতি মানুষ মুখ ফিরিয়ে চলে যান, তবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। তিনি কেবল নিজের মোটরবাইকে রাখা কাপড় দিয়ে ওই যুবকের লজ্জা আড়াল করেননি, তাঁকে থানায় নিয়ে গিয়ে তাঁর পরিবারের হাতে তুলে দেন। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ইএম বাইপাসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটার বাসিন্দা ওই যুবক মানসিক ভারসাম্যহীন। ওই যুবক পুলিশকে জানান, তিনি সায়েন্স সিটির কাছে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। রেস্তোরাঁর পুরো বিল মেটাতে না পারায় সেখানকার কর্মীরাই তাঁকে জামা-প্যান্ট খুলে দেন। যদিও একথা অস্বীকার করে ওই রেস্তোরাঁর কর্মীরা পালটা জানান, ওই যুবক দুই হাজার টাকার মদ খেয়েছেন। তারপর বিল মেটাতে না পারায় নিজেই জামাকাপড় খুলে রাস্তায় বেরিয়ে যান। যুবকের মুখ থেকে মদের গন্ধও পেয়েছে পুলিশ। তাঁর কথাবার্তায় অসংলগ্নতা ছিল এবং বাড়ির ঠিকানাও ঠিকমতো বলতে পারছিলেন না। এরপর প্রগতি ময়দান পুলিশ বেলেঘাটা থানার সঙ্গে যোগাযোগ করে ওই যুবকের পরিবারের হদিস পায়। তাঁর পরিবারের লোকেরাই জানান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FsJFlc
March 12, 2018 at 12:03AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন