কলম্বো, ১১ মার্চ- হারের ভারে নুয়ে পড়া বাংলাদেশের এই জয়টা অনেক প্রয়োজন ছিল। তামিম ইকবালেরও সরল স্বীকারোক্তি। হারের ব্যাখ্যা দিতে দিতেও শেষ হয়না কিন্তু জয়ের আর কি ব্যখ্যা। জিতেই তো গেছি। গতকাল শ্রীলঙ্কা ম্যাচের আগে ছোট ফরম্যাটের শেষ দশ ম্যাচে মাত্র একটিতে জয় বাংলাদেশের। দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে হারতে হয় টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই। হারের ধারাবাহিকতা দেখা যায় নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেও। অনভিজ্ঞ ভারত দলটার সঙ্গেও বাজে ভাবে মাথানত করেই মাঠ ছাড়তে হয়। হতাশায় ঘিরে থাকা টাইগারদের ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচে জয়টা খুবই প্রয়োজন ছিল। টুর্নামেন্ট শুরুর আগে ড্যাশিং ওপেনার বলেছিলেন, একটা জয় বদলে দিতে পারে মন-মানসিকতা। কাল লঙ্কানদের হারানোর পর গণমাধ্যমের সামনে হাজির হন এই বাম-হাতি ব্যাটসম্যান। আরও পড়ুন: নেটদুনিয়ায় ঝড় তুলেছে মুশফিকের নাগিন ড্যান্স রেকর্ড গড়া জয় নিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতেই কথা বলেনে তামিম। তিনি বলেন, এই জয়টা আমাদের প্রয়োজন ছিল। এই ম্যাচ হারলে আমরা অনেক পিছিয়ে যেতাম। শুধু এই সিরিজেই নয়, মানসিকতার দিক থেকেও পিছিয়ে পড়তাম। এখন পরের ম্যাচের জন্য তিন দিন সময় পেয়েছি। নতুন প্ল্যানের সময়ও হাতে রয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহের প্রসঙ্গ টেনে আনাটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। টাইগারদের সাবেক কোচ নিয়ে প্রশ্ন উঠায় তামিমের সোজাসাপ্টা কথা, এবার অন্তত এই বিষয়টা বাদ দেন। তিনি আমাদের জন্য অনেক করেছেন। এখন সে আরেকটা দলের কোচ। এই বিষয়টা সবার জন্যই বিভ্রান্তির। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FzPXey
March 12, 2018 at 12:09AM
11 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top