মুম্বই, ৪ মার্চঃ একাদশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন হচ্ছেন দীনেশ কার্তিক। ভাইস ক্যাপ্টেন হচ্ছেন রবিন উথাপ্পা। রবিবার কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফে এই ঘোষণা করা হয়। দীনেশ কার্তিককে এই বছরই ৭.৪ কোটি টাকা দিয়ে কিনেছে কেকেআর। অন্যদিকে, উথাপ্পা বহুদিন ধরেই কেকেআরে রয়েছেন। কেকেআরকে দ্বিতীয়বারের জন্য আইপিএল খেতাব দেওয়ার পিছনে তাঁর ভূমিকা ছিল সর্বাধিক। নিলাম শুরুর আগেই গৌতম গম্ভীরকে না রাখার কথা ঘোষণা করেছিল কেকেআর। তারপর থেকেই কলকাতার নেতৃত্বে কে আসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। গত কয়েকদিনে সেই জল্পনা আরও বাড়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় উথাপ্পাকে অধিনায়ক করার ব্যাপারে মত দেন। অবশেষে সেই জল্পনার অবসান হল। তবে দীনেশ কার্তিকের এটিই প্রথমবার অধিনায়কত্ব নয়। এর আগে অধিনায়ক হিসাবে বিজয় হাজারে ট্রফি ও দলীপ ট্রফি (টি-২০ ফরম্যাট) জেতার কৃতিত্ব রয়েছে। জিতেছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগও। কেকেআরের অধিনায়ক হিসাবে সফল হন কী না, এখন সেদিকেই নজর সকলের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FRk5my
March 04, 2018 at 12:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন