নাবালিকা ধর্ষণে মৃত্যুদণ্ড, আইন আনল রাজস্থান সরকার

নয়াদিল্লি, ৯ মার্চঃ এবার ১২ বছরের কম বয়সি নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়ার বিল আনতে চলেছে রাজস্থান সরকার। রাজস্থানের মন্ত্রী সি জি কাটারিয়া বলেছেন, ’১২ কিংবা তারও কম বয়সি মেয়েদের ধর্ষণের মামলায় জড়িত অভিযুক্তদের সরাসরি মৃত্যুদণ্ড দেওয়ার বিল আনা হচ্ছে। এই ধরনের মামলায় দুটি নির্দেশ জারি করতে চলেছি। এক, মৃত্যুদণ্ড, দুই যাবজ্জীবন কারাদণ্ড।’ শিশুধর্ষণে যে যে অভিযুক্তরা ১৪ বছরের জেল খাটে, তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার নির্দেশও দেওয়া হবে, এমন বিলও আনা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে মধ্যপ্রদেশে এই বিল জারি করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FqbURu

March 09, 2018 at 10:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top