ঢাকা, ১৫ মার্চঃ হাসপাতাল থেকে ফিরে কাজে যোগ দিলেন বিখ্যাত লেখক ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ড. মুহাম্মদ জাফর ইকবাল। বুধবার বিশ্ববিদ্যালয়ে এসে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরতে পেরে খুব ভাল লাগছে। মনে হচ্ছিল, প্রথমে আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের নিজে এসে বলি যে আমি ভাল আছি। তার পর ঢাকায় ফিরে গিয়ে বিশ্রাম নেব। এই দুর্ঘটনা না ঘটলে আমি কখনওই টের পেতাম না, বাংলাদেশের মানুষ আমাকে এত ভালবাসেন!’
সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেখক বলেন, ‘আমি মৃত্যুর খুব কাছ থেকে ফেরত এসেছি, তাই আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন ব্যক্তিগত ভাবে কারও ওপর আমার কোনও রাগ নেই। ওই ছেলেটির ওপরও না।’ গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালীন জাফর ইকবালের ওপর হামলা চালায় এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FKjK4z
March 15, 2018 at 01:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন