পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে আসা ৬ শিক্ষার্থী ‘লালঘরে’

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে মঙ্গলবার অনুষ্ঠিত পুলিশের সিপাহী নিয়োগের লিখিত পরীায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে পুলিশের হাতেই ধরা খাওয়া ৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। ওইদিন রাতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে আদালতের বিচারক চাঁপাইনবাবগঞ্জের এনডিসি নয়ন কুমার রাজবংশী প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
দ-প্রাপ্ত ৬ শিার্থী হলেন, বরিশাল সদরের শামসুল হকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র তাসরিফ আলম, ময়মনসিংহ সদরের গোলাম মোস্তফার ছেলে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সমসের আলী, রংপুরের পীরগাছা উপজেলার রহমান উদ্দিনের ছেলে সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহানুর রহমান, ময়মনসিংহের গৌরিপুরের আবদুল কুদ্দুসের ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ইমরুল ইসলাম, নেত্রকনার কলমাকান্দার রহমত আলীর ছেলে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ছাত্র পলাশ আহমেদ ও ময়মনসিংহের ফুলপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আনন্দমোহন কলেজের ছাত্র রাশেল আহমেদ।
আটককৃত ৬ জনের মধ্যে ৩ জনের বাড়ি ময়মনসিংহ জেলায়। তারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকুরী প্রার্থী ৬ জনের হয়ে পরীায় অংশ নিতে এসেছিলেন।
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, সকালে পুলিশ সদস্য নিয়োগের লিখিত পরীার একটি কে সবার প্রবেশ পত্র দেখার সময় তাদেরকে সন্দেহ হয়, পরে আরো অধিকতর যাচাই বাছাই করার সময় আমরা নিশ্চিত হই। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা অন্যের পরিবর্তে টাকার বিনিময়ে পরীায় অংশ গ্রহণের কথা স্বীকার করে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওসি তদন্ত আতিকুল ইসলাম জানান, আটক ৬ শিার্থীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে সরকারি আদেশ অমান্য করায় দ-বিধির ১৮৬০ ধারায় এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2F2xkzO

February 28, 2018 at 10:05PM
01 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top