ঢাকা, ০৪ মার্চ- ঘরের মাঠেই হতাশ করেছেন তামিম-রিয়াদরা। বিদেশ সফরে তারা কতোটা সফল হবেন তা সময়ই বলে দেবে। শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজটা টাইগারদের জন্য বড় ব্যালেঞ্জ। লংকার বিমানে ওঠার আগে সেটা অকপটে স্বীকার করেছেন রুবেল, তাসকিন, সোহানরা। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে রোববার ঢাকা ত্যাগের আগে বিমান বন্দরে যুগান্তরের সঙ্গে আলাপে জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন বলেন, দেশের মাটিতে আমরা শেষ সিরিজটা ভালো করতে পারিনি। তো এই সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। আশা করছি ভালো কিছুই করতে পারব। রুবেলের মতো একই সুরে কথা বলেছেন তাসকিন আহমেদ। দেশের গতিময় এই পেসার বলেন, সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। তবে আমার বিশ্বাস সামর্থ্য অনুসারে খেলতে পারলে ভালো করবো এবং ঘুরে দাঁড়াবো। আমাদের সবার মধ্যেই ফাইনাল খেলার আশা রয়েছে। এক বছর পর জাতীয় দলে ফিরছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। লংকান সফরে যাওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটার বলেন, আমাদের প্রধান লক্ষ্য ভালো খেলা। এটা করতে পারলে আমরা ফাইনালে খেলতে পারব। সূত্র: যুগান্তর এমএ/ ০৯:১১/ ০৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FSmWM2
March 05, 2018 at 03:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top