ইন্দ্রানী ও কার্তিকে মুখোমুখি জেরা সিবিআইয়ের

মুম্বই, ৪ মার্চঃ দুর্নীতির অভিযোগে ধৃত কার্তি চিদম্বরম ও আইএনএক্স মিডিয়ার প্রাক্তন কর্ত্রী ইন্দ্রানী মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই। সিবিআই সূত্রে খবর, একদা মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের মুখোমুখিও বসানো হবে কার্তিকে। ইন্দ্রানী ও পিটার দুজনেই শিনা বোরা হত্যাকাণ্ডে মুম্বইয়ের বাইকুল্লা জেলে বন্দি। রবিবার সকালে কার্তিকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বইয়ে নিয়ে আসা হয়। বিমানবন্দর থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় বাইকুল্লা জেলে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তির বিরুদ্ধে অন্যতম অভিযোগ হল যে, তিনি ক্ষমতার অপব্যবহার করে আইএনএক্স মিডিয়াকে অন্যায় সুবিধা পাইয়ে দিয়েছিলেন। জেরায় কার্তির পাশাপাশি পি চিদম্বরমের নামও বলেছিলেন ইন্দ্রানী। অভিযোগ, আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগের ছাড়পত্র পাওয়ার জন্য কার্তির সংস্থায় ইন্দ্রানীকে বিনিয়োগ করতে বলেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরম।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2H3wEuB

March 04, 2018 at 01:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top