বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলার প্রতিবাদে ছাত্রদের পথ অবরোধ

শিলিগুড়ি, ২৯ মার্চঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রদের সঙ্গে বহিরাগতদের বিরোধ এবার ক্যাম্পাস ছাড়িয়ে জাতীয় সড়কে চলে এল। বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করেছে, এই অভিযোগ তুলে বুধবার রাতে আড়াই নম্বর গেটের কাছে জাতীয় সড়ক অবরোধ করেন ছাত্ররা। প্রায় দু-ঘন্টা পর পুলিশ ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করার লিখিত প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। ঘটনাস্থলে এসে অবরোধকারী ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা নির্ণয় রায় ও মিঠুন বৈশ্য। ছাত্রদের বুঝিয়ে অবরোধ থেকে সরিয়ে নিয়ে গেলেও পুলিশের ভূমিকায় এদিন ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও অধ্যাপকরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pTbxEv

March 29, 2018 at 12:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top