মালদা, ২২ মার্চঃ মালদা সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদায়। বন্দিমৃত্যুর ঘটনায় সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলি। মৃত বন্দির নাম বুদ্ধু সাহা (৮০)। অভিযোগ, বৃদ্ধ ওই বন্দির অসুস্থতার ব্যাপারে তাঁর পরিবারের লোককে কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, মৃতের বাড়ি পুরাতন মালদা থানার মাধাইপুর উত্তর ভাটরা গ্রামে। বছরখানেক আগে হতদরিদ্র ওই বৃদ্ধের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে বুদ্ধু সাহাকে গ্রেফতার করে পুলিশ। যদিও তার পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বুদ্ধুবাবুকে। শুধু তাই নয়, আর্থিক কারণে ভিক্ষাজীবী স্ত্রী ঊষা সাহা জামিনের জন্য আইনজীবীও নিয়োগ করতে পারেননি। ১৬ মার্চ মালদা আদালতে পেশ করা হয় বুদ্ধু সাহাকে।ঊষাদেবী ও তাঁর মেয়ে কাঞ্চন সাহার দাবি, ওইদিনও সুস্থ ছিলেন বুদ্ধু সাহা। কিন্তু বুধবার গভীর রাতে পুলিশ এসে খবর দেয়, বুদ্ধুবাবু অসুস্থ হওয়ায় তাকে কলকাতায় চিকিৎসার জন্য আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে কলকাতার বাঙুর হাসপাতালে মারা গিয়েছেন বুদ্ধুবাবু। আলিপুর সেন্ট্রাল জেল থেকে বুদ্ধুবাবুর দেহ নিয়ে আসতে বলা হয় ঊষাদেবীকে। ঊষাদেবী বলেন, টাকার অভাবে তিনি স্বামীর জন্য আইনজীবীই দিতে পারেননি, এখন কলকাতা গিয়ে দেহ নিয়ে আসবেন কীভাবে। ঊষাদেবীর আরও অভিযোগ, স্বামী অসুস্থ কিংবা তাকে কলকাতায় নিয়ে যাওয়ার তাঁকে খবর দেওয়া হয়নি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এপিডিআরের জেলা সম্পাদক জিষ্ণু রায়চৌধুরি বলেন, মানবাধিকার চূড়ান্তভাবে লঙ্ঘিত হয়েছে। জেল কর্তপক্ষকেই জবাব দিতে হবে, কেন অসুস্থার খবর পরিবারকে দেয়া হয়নি। কী হয়েছিল তার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2u5DLRq
March 22, 2018 at 11:58AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন