মুম্বাই, ১০ মার্চ- জল্পনা বললে জল্পনা, দুশ্চিন্তা বললে দুশ্চিন্তা! মোদ্দা কথা, ইরফান খান ঠিক কোন বিরল ব্যাধিতে আক্রান্ত হয়েছেন- তা জানা যাচ্ছে না বলে এই প্রসঙ্গে কথা চালাচালি আর শেষ হতেই চাইছে না! এবং বার বার করে এই প্রসঙ্গে উঠে আসছে ব্রেন ক্যানসারের কথা। ঠিক কী ভাবে এই গুজব রটল, তার ভিত্তি-ই বা কী- কোনো কিছুই জানা না গেলেও আলোচনা থামছে না। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রাথমিক ভাবে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন ইরফান- খোদ হাসপাতাল কর্তৃপক্ষই সে খবর অস্বীকার করেছেন। ফলে বিভ্রান্তি বাড়ছে বই কমছে না! এ রকম একটা পরিস্থিতির মাঝে দাঁড়িয়েই ইরফান খানের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন স্ত্রী সুতপা শিকদার। ইরফান কেমন আছেন- তা নিয়ে একটি নাতিদীর্ঘ পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। তবে, ইরফানকে কোন বিরল ব্যাধি গ্রাস করেছে- সে প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি সুতপা। আমাদের সমস্ত মূল্যবান শক্তি শুধুমাত্র কী হয়েছে, সেটা জানার জন্য খরচ না করাই উচিত হবে, লিখেছেন সুতপা। আরও পড়ুন: এবার ঐশ্বরিয়ার বোল্ড আর জানিয়েছেন, ইরফান এখন কেমন রয়েছেন! তবে, সেটাও বিশদে নয়। আমার সব চেয়ে ভাল বন্ধু এবং আমার জীবনসঙ্গী সত্যিই এক যোদ্ধা! অসম্ভব আভিজাত্য নিয়ে, সুন্দর করে ও সব বাধার সঙ্গে লড়াই করে চলেছে। সব ফোন কল রিসিভ করতে না পারার জন্য, সব মেসেজের উত্তর দিতে না পারার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমার বিনীত অনুরোধ, দয়া করে জীবনের গান এবং বিজয়নৃত্যের ছন্দে মনোনিবেশ করুন। আমার পরিবারও খুব তাড়াতাড়ি তা উদযাপন করবে, লিখেছেন সুতপা। সূত্র: খবর অনলাইন আর/১৭:১৪/১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Fr1H7l
March 10, 2018 at 11:37PM
10 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top