চেন্নাই, ২২ মার্চঃ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা যে ৭৫ দিন অ্যাপোলো হাসপাতালে ভরতি ছিলেন, সেসময় বন্ধ ছিল হাসপাতালের সমস্ত সিসিটিভি ক্যামেরা। ২৪টি আসনবিশিষ্ট আইসিইউতে একমাত্র রোগী ছিলেন জয়াম্মা। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসপাতালের চেয়ারম্যান ডা. প্রতাপ সিং রেড্ডি।
চেন্নাইয়ে অ্যাপোলো ইন্টারন্যাশনাল কলোরেক্টাল সিম্পোসিয়াম ২০১৮-র সাংবাদিক সম্মেলনের ফাঁকে ডা. রেড্ডি বলেন, জয়ললিতার মৃত্যুর দায়িত্বে থাকা বিচারপতি এ আরুমুগাস্বামী কমিশনকে প্রয়োজনীয় নথি পেশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জয়ললিতা ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপোলো হাসপাতালে ভরতি ছিলেন। সেবছরেরই ৪ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরের দিন তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FXSEuA
March 22, 2018 at 08:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন