আগরতলা, ০৩ মার্চ- কয়েক বছর আগেও ত্রিপুরায় বাম সরকারের উৎখাতের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর ফেব্রুয়ারির বিধানসভার নির্বাচনী ফলাফলে এর উল্টোচিত্র দেখা গেছে। নির্বাচনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নাম মুছে গেছে। ২৪টি আসনে লড়াই করে প্রায় সবকটিতেই জামানত হারিয়েছেন দলটির প্রার্থীরা। খবর কলকাতা ২৪র। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছিল। জামানত বাঁচানো তো বটেই দুই একটি আসনের জন্য দলের হেভিওয়েট নেতা থেকে তারকা সদস্যদের ত্রিপুরায় পাঠিয়েছিলেন মমতা। কিন্তু আসন পাওয়া তো দূরের কথা প্রায় সব আসনেই জামানত জব্দ হয়েছে তাদের। আরও পড়ুন: ত্রিপুরায় পদ্ম ফোঁটালেন মোদি, মেঘালয়ে পরীক্ষায় রাহুল এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে কলকাতার একটি সংবাদমাধ্যমকে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বলেন, আমরা মাত্র এক মাস সময় পেয়েছিলাম। আসন পাবো সে আশা করিনি। আমরা চেয়েছিলাম কেবল বিজেপিকে ঠেকাতে। ফলাফল বিশ্লেষণ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারবো না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল মনে করছে, ত্রিপুরায় নিজেদের শোচনীয় অবস্থার থেকেও তৃণমূল বেশি চিন্তিত প্রতিবেশী রাজ্যে বিজেপির উত্থান নিয়ে। কারণ গোটা দেশে মোদি সরকারের সবেচেয়ে বেশি বিরোধিতা করে যাচ্ছেন মমতা। পশ্চিমবঙ্গেও বিজেপি চাপে রেখেছে। এরইমধ্যে ত্রিপুরার এই ফল মমতার জন্য মাথাব্যথার কারণ হবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও তৃণমূল শিবির সেটি মানতে নারাজ। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/০৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2H1y2he
March 04, 2018 at 04:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন