ধূপগুড়ি, ২১ মার্চঃ আগামী সোমবারের মধ্যে জেলার সমস্ত বিদ্যালয়ের প্রাচীর রঙ করার নির্দেশ দিল রাজ্য শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি দুশ্যন্ত নারিয়ালা একটি নির্দেশিকা জারি করে সমস্ত জেলাকে চিঠি দিয়েছেন। একইসঙ্গে রঙের জন্যে বরাদ্দ অর্থও জেলাস্তরে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ি জেলায় মোট ১১৯৯টি প্রাথমিক বিদ্যালয়, ৩৩৯টি জুনিয়ার হাইস্কুল ও হাইস্কুল রয়েছে। তবে গত তিন বছর আগে যে স্কুলগুলি রঙ হয়েছে এবং পাঁচ বছরে যে সমস্ত স্কুল তৈরি হয়েছে সেগুলি বাদ দিয়ে বাকি স্কুলগুলি রঙ করা হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মৃন্ময় ঘোষ বলেন, ‘পুরো বিষয়টিই সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে দেখা হচ্ছে।’
জেলা সর্বশিক্ষা মিশনের প্রোজেক্ট অফিসার সুখদেব নন্দি বলেন, ‘আগামী ২৬ তারিখের মধ্যে স্কুল রঙ করার কাজ শেষ করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন স্কুলে রঙের কাজের জন্যে প্রায় ৩ কোটি ৩৮ লক্ষ টাকা অবর বিদ্যালয় পরিদর্শকদের কাছে টাকা পাঠানো হয়েছে।’
সংবাদদাতাঃ শুভাশিস বসাক
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uaYWBF
March 21, 2018 at 11:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন