মহারাষ্ট্র বিধানসভা অভিযান কৃষক সভার

মুম্বই, ১২ মার্চঃ প্রতিবাদী কৃষকের দল সোমবার ভোর পাঁচটার মধ্যেই মুম্বইয়ের আজাদ ময়দানে পৌঁছেছেন। সর্বভারতীয় কৃষক সভার ৩০ হাজারেরও বেশি সদস্য এই মিছিলে জড়ো হয়েছেন। তাঁদের প্রতিনিধিদের দেখা করার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে।

ঋণ মকুব, প্রধান কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং এমএস স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করার দাবিতে মহারাষ্ট্র বিধানসভা অভিযানের ডাক দেয় সর্বভারতীয় কৃষক সভা। নাসিক থেকে এই যাত্রা শুরু হয়। এই দাবিগুলি আদায় করার লক্ষ্যেই আজ মহারাষ্ট্র বিধানসভার বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন কৃষকরা।

গতকালই কেজি সোমাইয়া ময়দানে পৌঁছন তাঁরা। সেখান থেকে মধ্যরাতে পদযাত্রা শুরু করেন দক্ষিণ মুম্বইয়ের উদ্দেশে।
গত ৬ দিনে প্রখর রোদ উপেক্ষা করে কৃষকরা হেঁটে পাড়ি দিয়েছেন ১৮০ কিমি পথ। ৫ মার্চ নাসিকের সিবিএস চক থেকে শুরু হয় তাঁদের পদযাত্রা।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে, কংগ্রেস, আম আদমি পার্টিও কিষাণ সভার এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tFjlP8

March 12, 2018 at 12:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top