স্মার্টফোনে আসক্তি নিয়ে ঝগড়া, ছেলের হাত কেটে ফেললেন বাবা

হায়দরাবাদ, ৬ মার্চঃ ছেলের স্মার্টফোনে আসক্তি নিয়ে ক্ষোভে তাঁর হাত কেটে ফেললেন বাবা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। ঘটনায় অভিযুক্ত পেশায় মাংস ব্যবসায়ী ৪৫ বছরের কাইয়ুম কুরেশিকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।

কুরেশির ছেলে স্থানীয় এক কেবল অপারেটরের কাছে কাজ করে। সম্প্রতি সে একটি স্মার্টফোন কিনেছিল। ছেলের স্মার্টফোনে আসক্তি নিয়ে ছেলেকে সতর্ক করেছিলেন তার বাবা। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

দুদিন আগে বাবা ও ছেলের মধ্যে এ নিয়ে বচসা বাধে। ঝগড়ার সময় বাবাকে কামড়ে দেয় ছেলে। রাগের চোটে গতকাল রাতে ছেলে যখন ঘুমিয়ে ছিল তখন কুরেশি তার ডান হাতের কব্জি কেটে দেয় বলে অভিযোগ। জখম অবস্থায় কিশোরকে হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গিয়েছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তার মা এদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2H6Ddwr

March 06, 2018 at 06:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top