শিবগঞ্জে অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৭-২০১৮ বাস্তবায়নের লে সোমবার শিবগঞ্জ উপজেলা পর্যায়ের অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কাউট ভবন চত্বরে জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপনায় প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বালিকাদের এককে আটরশিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিয়া মনিকে পরাজিত করে এ.কিউ চৌধুরী নারী কল্যাণ শিালয়ের ছাত্রী কুমারী রিংকি রানী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বালিকাদের দ্বৈত প্রতিযোগিতায় চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মোসা: আকতার জাহান জুথির দলকে পরাজিত করে এ.কিউ চৌধুরী নারী কল্যাণ শিালয়ের ছাত্রী কুমারী রিংকি রানীর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালকদের একক প্রতিযোগিতায় শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. দারাউল ইসলামকে পরাজিত করে কানসাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. রবিউল ইসলাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বালকদের দ্বৈত প্রতিযোগিতায় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. মাহামুদুল হাসানের দলকে পরাজিত করে কানসাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবিউল ইসলামের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জেলা ক্রীড়া অফিসার মো. আখতারুজ্জামান রেজা তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন জেলা শিা অফিসার আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, বাংলাদেশ স্কাউটস্ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক ও সহকারী শিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় মোট ১২ টি বিদ্যালয়ের শিার্থী অংশগ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া  প্রতিবেদক/ ১৯-০৩-১৮



from Chapainawabganjnews http://ift.tt/2HMxdJw

March 19, 2018 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top