ভারত থেকে ২ লক্ষ আইটি কর্মী নিয়োগ করতে চায় জাপান

নয়াদিল্লি, ৯ মার্চঃ ভারত থেকে ২ লক্ষ আইটি কর্মী নিয়োগ করতে চায় জাপান। শুক্রবার ভারত–জাপান বিজনেস পার্টনারশিপ সম্মেলনে এ কথা জানালেন জাপানের বৈদেশিক শিল্প সংগঠনের (‌জেটরো)‌এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিহগেকি মেডেয়া। ব্যাঙ্গালোর চেম্বার অফ ইন্ডাস্ট্রি ও জাপানের ‘এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের’ যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিহগেকি বলেন, ‘‌ভারত থেকে ২ লক্ষ আইটি কর্মীদের আমরা নিয়োগ করব। শুধু তাই নয়, সেইসব কর্মীদের গ্রিনকার্ডও প্রদান করা হবে যাতে তাঁরা জাপানেই নিশ্চিন্তে বসবাস করতে পারেন।’‌ তিনি আরও জানান, ‘‌সম্প্রতি জাপানে ৯,২০,০০০ জন আইটি কর্মী রয়েছেন। আমাদের আরও ২ লক্ষ আইটি কর্মী প্রয়োজন। তা ভারত থেকেই নেওয়া হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ts3IdP

March 09, 2018 at 05:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top