নয়াদিল্লি, ১৪ মার্চঃ শুধুমাত্র সাধারণ মানুষ নন, চিটফান্ডে প্রতারিত হয়েছেন স্পোর্টস এবং সিনেমা জগতের বহু তারকা। সম্প্রতি কর্ণাটকে ফাঁস হল এক বিরাট আর্থিক কেলেঙ্কারি। যেখানে কোটি কোটি টাকা রেখে ডুবেছেন রাহুল দ্রাবিড়, সাইনা নেহাওয়াল এবং প্রকাশ পাড়ুকোনের মতো সেলেব্রিটিরাও।
১২ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে সম্প্রতি বেঙ্গালুরুর সংস্থা বিক্রম ইনভেস্টমেন্টের মালিক রাঘবেন্দ্র শ্রীনাথ এবং তাঁর চারজন সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই কোম্পানিতে যাঁরা যাঁরা টাকা রেখেছিলেন, সেই তালিকা খতিয়ে দেখতেই সামনে আসতে থাকে একের পর এক বড় বড় নাম।
পুলিশ জানিয়েছে, এই চিটফান্ড অন্তত ৮০০ জনকে ঠকিয়েছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত বিক্রম ইনভেস্টমেন্টের বিরুদ্ধে ৬৬টি অভিযোগ জমা পড়েছে। মোট আর্থিক নয়ছয়ের পরিমাণ ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সাইনা, দ্রাবিড় বা প্রকাশ পাড়ুকোনের মতে সেলিব্রিটিরা। বেশ কয়েক কোটি টাকাও এখানে বিনিয়োগ করেছেন অনেকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pgcdTI
March 14, 2018 at 06:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন