আসানসোলে যেতে দু’জায়গায় আটকানো হল বাবুলকে, বাধা লকেটকেও

আসানসোল, ২৯ মার্চঃ  পশ্চিম বর্ধমানের আসানসোলে রেলপাড় এলাকায় ত্রাণ শিবিরে বাবুল সুপ্রিয়কে যেতে বাধা দেয় পুলিশ। এরপর বচসা বাধে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। বিজেপি কর্মীদের নিয়ে চাঁদমারি যাওয়ার পথেও তাঁকে আটকায় পুলিশ। সেসময় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বচসা শুরু হয় বাবুলের। পরে এলাকা ছেড়ে চলে যান বাবুল সুপ্রিয়। পরে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

আসানসোল যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। লকেটকে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেধে যায় বিজেপি কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় কমব্যাট ফোর্স। সকালে দুর্গাপুর মিশন হাসপাতালে ভরতি আহত বিজেপি সমর্থককে দেখতে যান লকেট। আসানসোল যাওয়ার কথা থাকলেও হাসপাতালের গেটেই তাঁকে আটকে দেয় পুলিশ। হাসপাতালের সামনে রাস্তাতেই বসে পড়েন লকেট। পুলিশি প্রহরায় ২ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে রওনা করিয়ে দেওয়া হয় লকেটের গাড়ি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J6bfTu

March 29, 2018 at 04:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top