নয়াদিল্লি, ১৮ মার্চঃ কংগ্রেসের প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন প্রাক্তন প্রাধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে বড় বড় প্রতিশ্রুতি দিলেও কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়িত করতে পারেনি মোদি সরকার। ভারতীয় অর্থনীতিকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এই সরকার।
বছরে ২ কোটি চাকরি হবে বলে প্রতিশ্রুতি দিলেও ২ লক্ষ কর্মসংস্থানও হয়নি। তিনি আরও বলেন, মোদি বলেছিলেন, কৃষকদের রোজগার তিনি দ্বিগুণ করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার জন্য প্রয়োজন বছরে ১২% হারে উন্নতি। কড়া সমালোচনা করেন নোটবন্দি এবং জিএসটি-রও। এই দুই পদক্ষেপ ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে নেওয়া সবচেয়ে ভুল সিদ্ধান্ত বলেও দাবি করেন মনমোহন।
জম্মু-কাশ্মীরের পরিস্থিতির জন্যও মোদি সরকারকে দায়ী করেন মনমোহন। প্রতিরক্ষায় খরচ জিডিপির প্রায় ১.৬ শতাংশ ধার্য করাও যথেষ্ট নয় বলেন তিনি। বিজেপির ভুল নীতিই কাশ্মীর সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pldxpl
March 18, 2018 at 05:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন