কলোম্বো, ১৬ মার্চঃ প্রয়াত জগমোহন ডালমিয়াকে শ্রদ্ধার্ঘ্য জানাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশের বাইরে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রসারে ডালমিয়ার অবদানকে সম্মান জানাতে বৃহস্পতিবার কলোম্বোয় এক অনুষ্ঠানে তাঁকে মরণোত্তর সম্মান জানানো হয়।
এদিন ‘ট্রিবিউট টু জগু’ নামে একটি বই ডালমিয়া পুত্র অভিষেকের হাতে তুলে দেওয়া হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে। অনুষ্ঠানে অভিষেক ডালমিয়া বলেন, ‘এটা আমার কাছে নস্টালজিক মুহূর্ত। শেষবার বাবার সঙ্গেই ১৯৯৮ সালে এই শ্রীলঙ্কায় এসেছিলাম। এই নিদহাস ট্রফিতে। বাবা তখন আইসিসি-র প্রেসিডেন্ট ছিলেন।’
ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমূল হাসান, প্রাক্তন আইসিসি প্রেসিডেন্ট এহসান মানি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা ও বিশিষ্ট ব্যক্তিত্বরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Dy11a9
March 16, 2018 at 06:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন