হনুমান জয়ন্তীতে রাজ্যে অস্ত্র মিছিল নিষিদ্ধ

কলকাতা, ৩১ মার্চঃ হনুমান জয়ন্তী উপলক্ষ্যে রাজ্যের কোথাও অস্ত্র মিছিল করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের বৈঠেকের পর সমস্ত থানাগুলিতে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের স্বারাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, থানাগুলিকে সতর্ক করে দেওয়ার জন্য। হনুমান জয়ন্তীতে কেউ অস্ত্র হাতে মিছিল করলেই গ্রেফতার করতে হবে। তাঁদের অস্ত্রও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশ অমান্য করার চেষ্টা করলে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অশান্তিপ্রবণ এলাকাগুলিতে রাজ্যের অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে কোনও হিংসা হলে, তা কঠোর হাতে দমন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রামনবমীর দিন আসানসোল-রানিগঞ্জে অশান্তির প্রেক্ষিতেই হনুমান জয়ন্তীর আগে বাড়তি সতর্কতা নিতে চলেছে রাজ্য প্রশাসন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GKyswc

March 31, 2018 at 11:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top