ঢাকা, ০৬ মার্চ- ফুটবল মাঠে রেকর্ড গড়া মেয়েটির নাম আঁখি খাতুন। অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচিত হবার পর শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে পরিচিতি পান তিনি। এবছর জয়া আলোকিত নারী-২০১৮ সম্মাননা পেতে যাচ্ছেন সেই ফুটবল কন্যা আঁখি খাতুন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামী ৯ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জয়া আলোকিত নারী-২০১৮ সম্মাননা প্রদান করা হবে। আঁখি খাতুনসহ দেশের আরও সাতজন পুরোধা নারী ব্যক্তিত্ব এই সম্মাননা গ্রহণ করবেন। সম্মাননা প্রদান করবে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। সিরাজগঞ্জের শাহজাদপুরের পাটখোলা গ্রামের তাঁতিপাড়ার মেয়ে আঁখি। বাবা আক্তার হোসেন ও মা নাসিমা বেগম তাঁতশ্রমিক। শ্রমজীবী বাবা-মায়ের সন্তান আঁখি অর্জন করেছেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ খেলোয়াড়ের খেতাব। খেলার মাঠে ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডারকে অনেক দূর থেকেও চেনা যায়। রক্ষণভাগে খেললেও গোল করতে খুবই দক্ষ বিকেএসপির নবম শ্রেণীতে পড়া এই ছাত্রী। উচ্চতা বেশি হবার কারণে আঁখির হেড ওয়ার্ক চমৎকার। লম্বা পায়ে ট্যাকলগুলো হয় নিঁখুত, পজিশন জ্ঞান প্রখর। সবচেয়ে ভালো গুণ, সে নিচ থেকে দুই উইংয়ে মাপা এরিয়াল পাস দিয়ে আক্রমণ তৈরি করতে পারে। সবকিছু মিলিয়ে আঁখি হয়ে উঠেছেন ফুটবল মাঠে রক্ষণভাগের এক দক্ষ সেনানী। ২০১৪ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর ইব্রাহিম বালিকা বিদ্যালয় থেকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলেন আঁখি। এরপর ভর্তি হন বিকেএসপিতে। ২০১৫ সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলাদেশ দলে সুযোগ পান। এরপর আঁখি হয়ে উঠেন ফুটবল তারকা। এখন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার। এমএ/ ০৯:১১/ ০৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D5iXZD
March 07, 2018 at 03:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top