মেঘালয়ে সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস

শিলং, ৪ মার্চঃ মেঘালয়ে সরকার গড়ার দাবি জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল কংগ্রেস। শনিবার গভীর রাতে রাজ্যপাল গঙ্গাপ্রসাদের সঙ্গে দেখা করে কংগ্রেসের প্রতিনিধিদল। তাঁর হাতে সরকার গড়ার জন্য একটি চিঠি তুলে দেওয়া হয়। কংগ্রেসের দাবি, যেহেতু মেঘালয়ে তারাই সবচেয়ে বেশি আসন পেয়েছে, তাই তাদেরকেই সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানানো হোক। ৬০ আসনের মেঘালয় বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছে ২১ আসন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের এখনও ১০জন বিধায়কের সমর্থন লাগবে। যে ১৭ জন নির্দল বিধায়ক জিতেছেন, তাদের মধ্যে থেকেই সমর্থন জোগাড় করতে হবে রাহুল গান্ধির দলকে। ইতিমধ্যেই উত্তর-পূর্বের এই রাজ্যে ঘোড়া কেনাবেচার অভিযোগও উঠতে শুরু করে দিয়েছে। শনিবার তিন রাজ্যে ভোটের ফলাফল বের হতে শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কমল নাথ, আহমেদ প্যাটেলের মত কংগ্রেসের শীর্ষ নেতারা শিলং চলে আসেন। মাত্র দুটি আসন পাওয়া বিজেপি যাতে কোনোভাবেই সরকার গঠনের পথে বাধা হয়ে না দাঁড়ায় তাই এখন নিশ্চিত করতে চায় কংগ্রেস।

ছবিঃ জয়ের পর মেঘালয়ের বিদায়ি মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা মুকুল সাংমা।-পিটিআই



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Fd8EET

March 04, 2018 at 11:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top