নয়াদিল্লি, ১৩ মার্চঃ বিরোধী দলের নেতাদের আজ নিজ বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে একজোট বিরোধিতাই লক্ষ্য। ১৭টি বিরোধী দলের নেতাদের ওই নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।
পাহাড়ে শিল্প সম্মেলনে যোগ দেওয়ায় নৈশভোজে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিপিএমের প্রতিনিধি হিসেবে নৈশভোজে উপস্থিত থাকছেন মহম্মদ সেলিম। উপস্থিত থাকবেন বিজেপি-বিরোধী অন্যান্য দলের নেতারাও।
সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল টিডিপি, ওড়িশার বিজেডি ও টিআরএস নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড বিকাশ মোর্চা নেতা বাবুলাল মারান্ডি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঁঝি বৈঠকে যোগ দেবেন। ডিএমকে-র কানিমোঝি, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, সিপিআই নেতা ডি রাজা নৈশভোজে যোগ দেবেন। জেডি-এস, কেরল কংগ্রেস, ইন্ডিয়ান মুসলিম লিগ, আরএসপি, আরএলডি নেতাদেরও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিনের নৈশভোজে লালু-পুত্র তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী প্রসাদ আসবেন কিনা, তা নিশ্চিত নয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FBXeuo
March 13, 2018 at 02:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন