মুম্বাই, ২৩ মার্চ- মেয়ে আদিরার জন্মের পর, বহু দিন বাদে অনস্ক্রিনের রানি। এই ছবি রানির ক্ষেত্রে, ঠিক কামব্যাক ফিল্ম না হলেও হিচকি ছবিকে ঘিরে বেশ স্বপ্ন দেখছেন অভিনেত্রীর গুণমুদ্ধরা। ব্রাড কোহেনের আত্মজীবনী ফ্রন্ট অফ দ্য ক্লাস:হাউ টরেট সিন্ড্রোম মেড মি দ্য টিচার আই অ্যাম -এর অবলম্বনে তৈরি হয়েছে হিচকি। মর্দানি-র পর আবারও নারীকেন্দ্রিক কোনও ছবিতে রানি। সঙ্গে রয়েছে একটি অন্য ধারার গল্প। সব মিলিয়ে এই ফিল্ম ঘিরে ময়দান প্রস্তুতই ছিল, এবার শুধু পালা রানির ক্রিজে চিকে থেকে ছক্কা হাঁকানোর! কেমন এই ছবি? ছবির গল্পই বা কীরকম? জেনে নেওয়া যাক। প্রেক্ষাপট ছবিতে শিক্ষিকা নয়না মাথুরের ভূমিকায় রয়েছেন রানি মুখোপাধ্যায়। যে চরিত্রটি টরেট সিন্ড্রোম নামের এক বিরল রোগে আক্রান্ত। অসুস্থতার সমস্যা থাকলেও, তাঁর শিক্ষিকা হওয়ার অদম্য ইচ্ছা। তবে এই ইচ্ছা সফল করতে গিয়ে তথা আদর্শ শিক্ষিকা হয়ে পড়ুয়াদের মন জয় করতে গিয়ে একাঝাঁক সমস্যা আষ্টেপিষ্টে বাঁধে নয়না মাথুররকে। সেই সমস্যার গিঁট কীভাবে তিনি এক এক করে খোলেন, এই ছবিতে সেই কাহিনিই বর্ণিত হয়েছে। গল্প ছবির গল্প নয়নাকে ঘিরেই আবর্তিত হয়। বহু উচ্চ ডিগ্রি সম্পন্ন নয়না। তাঁক টরেট সিন্ড্রোমের কারণে বহু স্কুল প্রত্যাখ্যান করতে থাকে , শিক্ষিকার পদে নিয়োগের জন্য়। ৫ বছরের লম্বা অপমান প্রত্যাখ্যানের লড়াই লড়ার পর এক ক্যাথোলিক স্কুলে শিক্ষকতা করার সুযোগ পান নয়না। যেখানে তাঁর আশপাশের সহ শিক্ষকরা যেমন অহংকারী তেমনই নাক উঁচু পড়ুয়ারা। এরকম এক পরিস্থিতিতে সব বাঁধা পেরিয়ে একজনের একার লড়াইয়ের কাহিনি হিচকি। অভিনয় ছবির মূল ইউএসপি রানি মুখোপাধ্যায় নাকি ছবির গল্প তা বলা কিছুটা দায়! তবে রানি এই ছবির মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা সম্পূর্ণভাবে তুলে ধরতে পেরেছেন । কারণ এই ফিল্মের চরিত্র তাঁকে সেই সুয়োগ করে দিয়েছে। মেক আপ থেকে সংলাপ বলা, সমস্ত ক্ষেত্রেই নিজের মতো করে সচেতন চেষ্টা করে গিয়েছেন রানি। এছাড়াও অভিনেতা নীরজ কাবিও এই ছবির সম্পদ। আরও পড়ুন: মাধুরীর গানে নাচতে গিয়ে আইনি ঝামেলায় জ্যাকুলিন পরিচালনা সিদ্ধার্থ পি মালহোত্রা এই ছবিতে যতটা পোক্ত গল্প উপহার দিয়েছেন, ততটাই পোক্ত গাঁথনি রেখেছেন নিজের পরিচালনাতে। চিত্রনাট্যের ফাঁক ফোঁকরকেও তিনি ভরাট করতে সমর্থ হয়েছেন। প্রযোজনা রানির স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনাতে যশ রাজের প্রোডাকশনসের এই ছবি ঘিরে এমনিতেই কৌতূহল ছিল ভক্তদের মধ্য়ে। আর যশরাজ তার ঘরানা মেনে ছবি হিটএর সমস্ত রসদ রেখেছে হিচকিতে। সঙ্গীত গায়িকা জসলিন রোয়াল ও হিতেশ সোনিক এই ছবির গান পরিচালনা করেছেন। ফিল্মের গানগুলির মধ্যে হিচকি-র টাইটেল ট্র্যাক বেশ জনপ্রিয়তা পেয়েছে। সূত্র: ওয়ানইন্ডিয়া আর/১৭:১৪/২৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GjNCYL
March 23, 2018 at 11:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন