নগরীতে প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার টানিয়ে জায়গা দখলের চেষ্টা…….!

নিজস্ব প্রতিবেদক::    সিলেট নগরীতে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের ছবিসংবলিত ব্যানার টানিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নগরীর মেন্দিবাগ এলাকার নওগা সাদিপুরে ৬০ ফুট লম্বা ব্যানার টাঙিয়ে এ অপচেষ্টা করে একটি চক্র।

জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী সিলেট সফরে আগমন উপলক্ষে স্থানীয় শেখ হানিফ ও মখলেছুর রহমান সড়কের পাশে বড় একটি ব্যানার টানিয়ে স্বাগত জানায়। কিন্তু প্রধানমন্ত্রীর সিলেট সফরের প্রায় তিন মাস অতিবাহিত হলেও তারা ব্যানারটি না সরানোয় জনমনে প্রশ্ন জাগে।

পরে ব্যানারের আড়ালে টিন দিয়ে সীমানা বেড়া তৈরি করে জায়গাটি দখলের পাঁয়তারা শুরু করে চক্রটি। স্থানীয় কবির আহমদ এ ব্যাপারে মহানগর পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে জিডির তদন্তের দায়িত্ব পেয়ে শাহপরাণ থানার এসআই কাজী জামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ দেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের ছবিসংবলিত ৬০ ফুট লম্বা একটি ব্যানার টানিয়ে টিনের বেড়া দিয়ে ভূমি দখলের পাঁয়তারা করছিল একটি চক্র। এই চক্রের হোতা হানিফ ও মুখলেছকে ব্যানারটি সরিয়ে নিতে বলা হয়েছে।

তিনি জানান, জায়গাটি নিয়ে আদালতে দুটি পক্ষের মামলা চলছে।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2IQz8hq

March 25, 2018 at 11:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top