নয়াদিল্লি, ৮ মার্চ: রোহিঙ্গাদের ওপর মায়ানমাপ সেনাবাহিনী হত্যালীলা বন্ধ না করায় মায়ানমারের জননেত্রী আং সান সু কি-কে দেওয়া এলি উইসেল পদক প্রত্যাহার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম পদক প্রত্যাহারের বিষয়টি জানিয়ে সু কির উদ্দেশে লেখা চিঠিটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সু কি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, রাষ্ট্রসংঘের সঙ্গে সহযোগিতা করতে চায়নি।দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের নৃশংসতার শিকার হয়েছিলেন যে সব মানুষ, তাঁদের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়াশিংটনের এই জাদুঘর। বুধবার এক চিঠিতে মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এটা খুবই কষ্টের বিষয় যে, আমরা এখন এই পদক প্রত্যাহার করছি। এই সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কঠিন ছিল।’২০১২ সালে দ্বিতীয় প্রাপক হিসেবে এলি উইসেল পদক পান সু কি । নোবেলজয়ী এলি উইসেল ছিলেন এই জাদুঘর প্রতিষ্ঠাতাদের একজন। নাৎসিদের নির্যাতন থেকে বেঁচে যাওয়া এলি উইসেলকেই প্রথম এই পদক দেওয়া হয়েছিল। এর আগে সু কি-র ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড’, ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ প্রত্যাহার করা হয়েছিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2G61oM7
March 08, 2018 at 01:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন