কাবুল, ২১ মার্চঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী হামলায় প্রাণ হারালেন ২৬ জন। আহত অন্তত ১৮ জন। পার্সি নতুন বছর নভরোজ উদযাপন করতে জনগন একত্রিত হয়েছিল কাবুলের রাজধানীতে। তখনই ঘটে বিস্ফোরণ। অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের মুখপাত্র নসরত রহিমি এই ঘটনার কথা স্বীকার করে জানান কাবুলের কার্ত-ই-সাখি ধর্মস্থানে এই আত্মঘাতী বিস্ফোরণ হয়। এর আগেও এখানে জঙ্গি হামলা ঘটেছিল।
নভরোজ হল পুরাতন পার্সি উৎসব। বসন্তের শুরুতেই যার সূত্রপাত। আফগানিস্তানে এই উৎসব বড়ো করে পালন করা হয়। তবে বেশ কিছু গোঁড়া মুসলিম এর বিরোধিতা করে। এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2u7Ae55
March 21, 2018 at 03:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন