নয়াদিল্লি, ৬ মার্চঃ দেশের অন্যতম স্প্রিন্টার নিসার আহমেদ সারা বিশ্ব থেকে বেছে নেওয়া ১৪ জন তরুণ অ্যাথলিটের মধ্যে একজন। তিনি উসেইন বোল্টের কোচ মিলসের তত্ত্বাবধানে একমাস প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছেন৷ অনূর্ধ-১৬ বিভাগের ১০০ মিটারে জাতীয় রেকর্ডধারী হলেন নিসার আহমেদ।
কোচ মিলসের নির্দশ মত ৩০ মিটারের সংক্ষিপ্ত রেসের জন্য ট্র্যাকে প্রস্তুত হচ্ছিলেন নিসার৷ সেই সময় অ্যাথলেটিক্স বিশ্বের ভগবান উসেইন বোল্টকে দেখে প্রস্তুতি ভুলে দৌড় লাগান নিসারসহ সমস্ত তরুণরা।
চোখের সামনে বোল্টকে পেয়ে উছ্বসিত নিসার৷ বোল্টও তাঁদের সকলকে কাছে টেনে নিয়ে মূল্যবান টিপস দেওয়া ছাড়াও সকলের অটোগ্রাফ-ফটোগ্রাফের আব্দার মেটান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2oU0D0t
March 06, 2018 at 02:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন