তথাকথিত সভ্য দুনিয়ার ক্রিকেটার সুনীল গাভাস্কার। যিনি ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এলবি দেয়াকে কেন্দ্র করে সতীর্থকে নিয়ে মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন। সেই সুনীল গাভাস্কারই কি-না সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আম্পায়ারের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ করে সতীর্থ মাহমুদউল্লাহ এবং রুবেল হোসেনকে মাঠ ছেড়ে উঠে আসতে বলেছিলেন। তথাকথিত সুনীল গাভাস্কারের সেটা ভালো লাগেনি। তিনি কঠোর শাস্তি দাবি করেছিলেন সাকিবের। শুধু তাই নয়, বাংলাদেশি ক্রিকেটারদের জয় উদযাপনের আলোচিত নাগিন নাচকেও ব্যঙ্গ করেছেন তিনি। যে কারণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় তাকে নিয়ে। বিশেষ করে ফেসবুকজুড়ে তোলপাড় শুরু হয় ভারতের জীবন্ত কিংবদন্তি এই ক্রিকেটারকে নিয়ে। সুনিলের ব্যঙ্গাত্মক নাচ এবং সাকিবের প্রতি বিশোদগার করার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। এ কারণে বাংলাদেশের ইথিকাল হ্যাকারদের একটি গ্রুপ ফেসবুকে রিপোর্ট করে সুনীল গাভাসকারের ফেসবুক আইডিটি মুছে ফেলতে বাধ্য করে। সোমবার সন্ধ্যায় সুনিলের আইডিটি মুছে ফেলে ফেসবুক। কারণ হিসেবে ফেসবুক জানায়, সুনীল গাভাস্কারের প্রোফাইলটি ফেসবুকের সাম্প্রদায়িক মানদণ্ড অনুযায়ী পরিচালিত না হওয়ায় এটি মুছে ফেলা হয়েছে। সাইবার-৭১, উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ- নামক একটি ফেসবুক পেজে এই সুখবরও জানিয়ে দেয়া হয়। সেখানে তারা ফেসবুক কর্তৃক সুনিল গাভাস্কারকে লেখা বার্তার স্ক্রিন শর্টও প্রকাশ করে। বাংলাদেশের একটি হ্যাকিং গ্রুপের একজন অ্যাডমিন জানান, নিদাহাস ট্রফির বাংলাদেশ ও ভারতের মধ্যকার অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের খেলোয়াড়দের ব্যঙ্গ করে নাগিন নাচ দেখান গাভাস্কার। আমরা সঙ্গবদ্ধ হয়ে হ্যারেজমেন্ট অর হেট স্পীচ এর কারণ দেখিয়ে তার অ্যাকাউন্ট নিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করি। অবশেষে ফেসবুক এটিকে মুছে ফেলে। সূত্র: জাগো নিউজ আর/১৭:১৪/২০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FWO4sC
March 20, 2018 at 11:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top