টোকিও, ০৮ মার্চ- যথাযোগ্য মর্যাদায় জাপানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে মুক্তিকামী লাখো জনতার সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপট আলোচনা করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। অনুষ্ঠানের পরবর্তী অংশে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি প্রদর্শন করা হয়। এছাড়া ঐতিহাসিক এ ভাষণ ও ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধুর এই ভাষণ ঘোষণার মধ্যেই মূলত নিহিত ছিল আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীন বাংলাদেশ। মহান এ নেতার আহ্বানে সাড়া দিয়ে বাংলার জনগণ ছিনিয়ে আনে বিজয়। অনুষ্ঠানে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র: জাগো নিউজ২৪ আর/১৭:১৪/০৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oSZNlC
March 08, 2018 at 11:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন