সিলেট, ০৮ মার্চ- গত মঙ্গলবার বিকাল ৫টায় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডার সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিজানুর রহমান চৌধুরী বলেন, কানাডাতে অনুষ্ঠিতব্য বিশ্ব সিলেট সম্মেলনের মাধ্যমে সিলেটকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এ বৃহৎ আয়োজন। এ সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী সিলেটকে ব্রান্ডিং করা হবে। সিলেটের গৌরবজ্জ্বল ইতিহাস ও সিলেটিদের সাফল্যগাঁথা কানাডা প্রবাসী নবীন প্রজন্মের কাছে তুলে ধরতে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কাজ করে যাচ্ছে। পাশাপাশি সেখানকার বাংলাদেশীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ্য রাখাও এ সংগঠনের অন্যতম কাজ। তিনি সিলেট চেম্বারের কর্মকর্তাদের সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান। সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেটিরা ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের পাশাপাশি সেসব দেশের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি কানাডায় বসবাসরত বাংলাদেশীদের দেশের শিল্প, পর্যটন, আইটি ও শিক্ষা খাতে বিনিয়োগের আহবান জানান এবং এক্ষেত্রে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, হুমায়ুন আহমদ, মুজিবুর রহমান মিন্টু, সদস্য মো. আজিজুর রহমান আজাদ, মো. সিরাজুল ইসলাম, মো. শাহাদত করিম চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী সেলিম, জাহানারা ইয়াসমিন, সামিয়া চৌধুরী, বাপ্পি ত্রিবেদী প্রমুখ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2G4QJkV
March 08, 2018 at 05:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top