রাশিয়ার বিরুদ্ধে জয় ব্রাজিলের, দুরন্ত মেসিহীন আর্জেন্টিনাও 

মস্কো, ২৪ মার্চঃ রাশিয়া বিশ্বকাপ সফরটা দারুণভাবেই শুরু করলো ব্রাজিল। শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়াকে ৩–০ ব্যবধানে হারিয়ে দিল তারা। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের এই জয় অনেকটাই আত্মবিশ্বাস সঞ্চার করবে ডগলাস কোস্তা, ফিলিপে কুটিনহো, পাউলিনহোরাদের মনে। প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। তবে, দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে মিরান্দার গোলে প্রথম লিড পায় তারা। এরপর ৬১ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন ফিলিপ কুটিনহো। এই গোলের রেশ কাটতে না কাটতেই পাউলিনহোর গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

অন্য ম্যাচে আর্জেন্টিনা ২–০ ব্যবধানে হারিয়ে দেয় ইতালিকে। এই ম্যাচে দলে ছিলেন না আর্জেন্তিনার দুই তারকা লিও মেসি এবং অ্যাগুয়েরো। তা সত্ত্বেও হার ইতালির।  খেলার প্রথমার্ধটা ছিল গোলশূন্য। ৭৫ মিনিটে প্রথম গোলটি করে যান বানেগা। তার ঠিক দশমিনিট পরই ব্যবধান বাড়ান লানজিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G3Ywmb

March 24, 2018 at 05:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top