রতুয়া, ২৫ মার্চঃ ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল সর্বস্ব। তিনটি পরিবারের আর কিছুই বাকি রইল না। এমনকি কন্যাশ্রী ও আমার বাড়ি প্রকল্পের সরকারী সাহায্যের লক্ষাধিক টাকাও পুড়ে ছাই। ঘটনাস্থল মালদার রতুয়া ব্লকের আটগামা এলাকা। জানা গিয়েছে, ধূপকাঠির আগুন থেকেই আগুন লেগেছে। আজ দুপুর ১২টা নাগাদ পরিমল মন্ডলের বাড়িতে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে দুই ভাই প্রদীপ মন্ডল ও সঞ্জিত মন্ডলের বাড়িতেও। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি বাড়িতে আগুন ছড়াতে বেশি সময় লাগেনি। দাউদাউ করে তিনটি বাড়ি চোখের সামনে পুড়ে যায়। বাড়ি তৈরি করবে বলে টাকা জমিয়েছিল দিনমজুর প্রদীপ। কিন্তু বিছানার তোষকের নিচের সযত্নে রাখা টাকাও চলে গেল আগুনের গ্রাসে। মাধ্যমিক পরীক্ষার্থী জোৎস্না মন্ডলের কন্যাশ্রীর ২২০০ টাকা ও তার মাধ্যমিকের অ্যাডমিড কার্ডও পুড়ে ছাই আগুনে। ছেলেমেয়ে নিয়ে কি খাবে কোথায় রাত কাটাবে সেই চিন্তায় এখন মন্ডল পরিবার। তাকিয়ে সরকারি সাহায্যের দিকে।
সংবাদদাতাঃ আবু কালাম আজাদ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IRbe5M
March 25, 2018 at 05:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন