নিজস্ব প্রতিবেদক:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হলের কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের নিজ গ্রুপের এক নেতাকে ছুরিকাঘাত করেছে আরেক নেতা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে এই ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, ছুরিকাঘাতকারী আব্দুর রশিদ রাসেল শাখা ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক। তারা উভয়ই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী।
জানা যায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সি ব্লকের তিনতলায় ৩২৫নং কক্ষ দখল করতে যায় জাহিদের নেতৃত্বে ১০-১৫ জন কর্মী। এসময় কক্ষে অবস্থানরত আব্দুর রশিদের সাথে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে জাহিদকে ছুরি দিয়ে পেটে, পিঠে ও হাতে আঘাত করে রশিদ। আহত হন আরেক ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেন লিখন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল বলেন, কয়েকদিন ধরেই কক্ষটি দখল করার জন্য হুমকি দিচ্ছিল জাহিদ। রবিবার ১০/১৫ জন কর্মী নিয়ে কক্ষ দখল করতে এসে বাকবিতাণ্ডার এক পর্যায়ে ছুরি বের করে জাহিদ। পরে আমাকে মারার উপক্রম হলে ফেরানোর চেষ্টা করলে নিজের ছুরিতে ছুরিকাহত হয় জাহিদ।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, এটা তাদের নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বে কারণে হয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2DT3yw4
March 26, 2018 at 12:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন