৩২৪টি তেজস কিনছে বায়ুসেনা

নয়াদিল্লি, ১৫ মার্চঃ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৩২৪টি তেজস জেট আনার কথা ভাবছে ভারতীয় বায়ুসেনা৷ এর ফলে বায়ুসেনায় যুদ্ধবিমানের যে ঘাটতি রয়েছে, তার খানিকটা পূরণ করা যাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই ১২৩টি তেজস কিনছে। প্রাথমিকভাবে এর জন্য খরচ হবে ৭৫,০০০ কোটি টাকা। বাকি তেজসগুলি হবে মার্ক-২ জেট৷ আপগ্রেটেড ব়্যাডার, উচ্চ জ্বালানি ও বেশি অস্ত্রধারণ ক্ষমতা থাকবে এই তেজসের৷ সূত্রের খবর, তেজস মার্ক-২ বোর্ডের আলোচনায় সীমাবদ্ধ রয়েছে। ১৮টি তেজস স্কোয়াড্রন বসানোর জন্য তৈরি সেনা। তবে ডিআরডিও, অ্যারোনটিক্যাল ডেভলপমেন্ট এজেন্সি এবং হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড-এর যৌথ প্রচেষ্টায় এই কাজ সম্ভব বলে জানানো হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FWyH6Y

March 15, 2018 at 01:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top