গোমস্তাপুর সীমান্তে বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি। সোমবার ১৬, বিজিবি’র পক্ষ থেকে উপজেলার ২টি কোম্পানীর অন্তর্গত ৫টি বিওপি’র বিপরীতে বিএসএফ’র ১০টি বিওপিতে এ মিষ্টি উপহার দেয়া হয়। ১৬ বিজিবি’র রহনপুর কোম্পানীর অধিন রামদাসপুর ও বাংগাবাড়ী বিওপি’র বিপরীতে ৩টি বিএসএফ ক্যাম্পে এবং বিভিষন কোম্পানীর অধিন চাড়ালডাংগা ও রোকনপুর বিওপি’র বিপরীতে বিএসএফ’র ৭টি ক্যাম্পে তাদের কমান্ডারদের হাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপহার হিসেবে  এ মিষ্টি তুলে দেয়া হয়। এ সময় বিজিবি’র সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন। দু’দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে এ উপহার বিনিময়কে স্বাগত জানিয়েছেন সীমান্তে বসবাস করা জনসাধারন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,গোমস্তাপুর/ ২৭-০৩-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2pKQogo

March 27, 2018 at 01:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top