ঢাকা, ১৮ মার্চ- প্রয়াত কিংবদন্তী অভিনেতা বুলবুল আহমেদকে নিয়ে গান লিখলেন তার মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। সেই গানে কণ্ঠও দিয়েছেন তিনি। গানটিতে সুর করেছেন মুরাদ নূর। এর আগে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে ঐন্দ্রিলা বলেছিলেন, এটা আসলে বাবার জন্য ফেরা। স্মৃতি ধরে রাখতে বাবা বুলবুল আহমেদকে নিয়ে লিখেছেন জীবনীগ্রন্থ, তৈরি করেছেন প্রামাণ্যচিত্র। এবার আমি তোমার উত্তরসূরী, আমি তোমায় নিয়ে গর্ব করি এমন কথায় বাবার জন্য লিখলেন ও গাইলেন গান। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে উত্তরসূরী শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর সংগীতায়োজন করেছেন রাজন সাহা। ঐন্দ্রিলা বলেন, আমার বাবা মহানায়ক বুলবুল আহমেদের জন্যই আজ আমি ঐন্দ্রিলা। আমি গায়িকা নই। একান্তই নিজের জন্য গান গাই। দেশে আসার পর মুরাদ নূর ও আমার কয়েকটি গান করার প্ল্যান করি। ফেসবুকে লেখা কবিতায় নূর সুর করার কথা বললো, আমিও সানন্দে রাজী হলাম। আসলে পৃথিবীর সকল বাবাদের জন্য গানটি করা। তাই সব সন্তানই গানটি অন্তরে লালন করে গর্বিত হবেন বলে আমার বিশ্বাস। আরও পড়ুন:শুটিংয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঊর্মিলা আর মুরাদ নূর বলেন, হুট করেই একদিন ঐন্দ্রিলা বলে, নূর বাবার জন্য একটা কবিতা লিখে ফেসবুকে পোস্ট করেছি। দেখেন তো কেমন লাগে আপনার। কবিতা পড়ে সুর করতে চাইলাম। এভাবে বন্ধু রাজন সাহা ও আমার যৌথ প্রচেষ্টায় হয়ে গেলো গানটি। ঐন্দ্রিলার লেখনী ও সুন্দর গায়কীর কারণে গানটি পূর্ণতা পেয়েছে। আসছে বাবা দিবসে শীর্ষস্থানীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গানটি রিলিজ করা হবে বলেও তিনি জানান। সূত্র: সমকাল এমএ/ ০৩:২২/ ১৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2IyfJBX
March 18, 2018 at 09:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top