কলম্বো, ১৯ মার্চ- নিদাহাস ট্রফির ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশে কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন ভারতের দিনেশ কার্তিক। আর ম্যাচ শেষে তাই কৃতিত্বটা দিনেশ কার্তিককেই দিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। পাশাপাশি হেরে যাওয়ার আক্ষেপটাও প্রকাশ করলেন সাকিব। আরও পড়ুন: ভারত-লঙ্কার গণমাধ্যমে হেয় বাংলাদেশ ক্রিকেট সাকিব বলেন, ১৮ ও ১৯তম ওভারে আমরা আমাদের সেরা বোলারদের দিয়েই বল করতে চেয়েছি। কিন্তু রুবেল যদি ওই ওভারে ১৫ রানও দিত তাহলে আমরা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারতাম। তবে রুবেল সঠিক জায়গায় বল ফেলার সর্বোচ্চ চেষ্টা করেছে। কৃতিত্বটা দিনেশ কার্তিককেই দিতে হয়। কারণ সে এগিয়ে এসে রুবেলের প্রথম বলটাকেই ছক্কা হাঁকিয়েছে। সাকিব আরও বলেন, দলের সবাই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তারা তাদের শতভাগ দিয়ে খেলেছে। হেরে যাওয়া সত্যিই কষ্টকর, তবে আমরা ভাল খেলেছি। আমরা এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক বিষয় শিখেছি। কোনও একদিন আমরাও বিজয়ীদের দলে থাকব। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/১৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u7lW4P
March 19, 2018 at 06:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top