মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) থেকে :: স্বচ্ছ পানির নিচে চকচকে বালি। খালের মতো সরু অংশ দিয়ে চলছে ডিঙি নৌকা। অদূরে নয়না ভিরাম সবুজ পাহাড়। পাহাড়ের বুক থেকে নেমে আসা ঝর্ণা। নদীর বুকে পাথর উত্তোলনে ব্যস্ত শ্রমিকরা। এ যেন উপচেপড়া সৌন্দর্য। মনটা খুশিতে লাফিয়ে উঠে। হাতের মোবাইলের ক্যামেরাগুলো ব্যস্ত হয়ে পড়ে। আনন্দঘন মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দী রাখার প্রতিযোগিতা। ক্লিক ক্লিক শব্দে আলোকিত চারিদিক। বলছিলাম সিলেটের জাফলং ভ্রমণের কথা।
অনেক দিন থেকেই পরিকল্পনা করা হচ্ছিল চ্যারিটি ৯৮ রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেশ কয়েকজন ছাত্র কোথাও বেড়াতে যাবো। অবশেষে কয়েকজন বন্ধু মিলে সকলের নিরলস প্রচেষ্টায় ভ্রমণের জায়গা ও তারিখ ঠিক করা হলো। ১০ মার্চ মঙ্গলবার সকাল ৯ টা। বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর থেকে হুড়মুড় করে আমরা প্রায় ১৪ জন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ভ্রমণের জন্য বাস গাড়িতে উঠলাম। সিলেটের জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো।
পাহাড়ের কোল ঘেঁষে উঁচু-নিচু,আঁকা-বাঁকা রাস্তায় গাড়ি ছুটছে। চারিদিকে জনশূন্য ফাঁকা মাঠ আর মাঠ। রোমাঞ্চকর অভিযান। দুপুর দেড়টায় আমরা পৌঁছালাম রূপের রাণী জাফলংয়ে। ভারতের সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তিকা পাহাড়ের কোল বেয়ে বয়ে যাওয়া পিয়াইন নদীর দৃশ্য সত্যিই অপরূপ। টল টল স্বচ্ছ পানি।
পাহাড়ের মাথা ঘেঁষে তুলোর মত মেঘের ছুটে চলা। মন চাইছিল ছুঁয়ে দেখতে। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে। সীমান্তের ওপারে দুই পাহাড়ের মাঝখানে ডাউকি বন্দরের উপরে ঝুলন্ত সেতু বাড়িয়ে তুলেছে জাফলংয়ের সৌন্দর্য। ভ্রমণের দু একজন বাদে প্রায় সবার ছিলনা গোসলের জন্য অতিরিক্ত কাপড়। তাই যারা কাপড় নিয়েছেন তারাই পিয়াইন নদীর স্বচ্ছ পানির স্পর্শ মনের আনন্দে গ্রহণ করছে। কয়েকজন অতিরিক্ত কাপড় নেননি,তাই তাদের আনন্দ দূর থেকেই উপভোগ করেছেন। ভ্রমনে আনন্দের শেষ নেই।
বিকেল সাড়ে ৫টায় বাড়িতে ফেরার পথে জাফলংয়ের নিকটে শ্রীপুর নামক একটি পার্কে ঢুকলাম। সেখানে চ্যারিটি ৯৮ রামসুন্দর এর প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ স্বদেশ গমন উপলক্ষে ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলী শিপন, রফিকুল ইসলাম ফিরোজ, শামীম আহমদ, হাসান জামাল তালুকদার, মুক্তার আহমদ, লিটন শিকদার, মামুন আহমদ, আশিক আলী, জামাল মিয়া, অজিত পাল, ইকবাল হোসেন, সালা উদ্দিন, সাহিদুর রহমান, সুহেল মিয়া।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2Ikt5kW
March 11, 2018 at 12:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন