শিলিগুড়ি, ৬ মার্চঃ পর্যটকদের সুবিধায় এবার পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম চালু করছে নতুন অ্যাপ। মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করলেই পর্যটকরা পেয়ে যাবেন রাজ্যের পর্যটনস্থল সম্পর্কে তথ্য, থাকার হোটেল, গাড়ি, হোম স্টে, রেস্তোরাঁর হদিস। অ্যাপের মাধ্যমেই মিলবে বিমান বা ট্রেনের টিকিটও। খুব শীঘ্রই বিষয়টির চূড়ান্ত রূপ দিতে নিগমের তরফে আলোচনায় বসা হচ্ছে। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে কয়েক দফা কথাবার্তাও সেরে নিয়েছেন নিগমের চেয়ারম্যান তথা রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। পুরো বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে বিভিন্ন পরিসেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে চুক্তি করবে পর্যটন উন্নয়ন নিগম।
এবিষয়ে পর্যটনমন্ত্রী বলেন, ‘অ্যাপ নিয়ে ইতিমধ্যেই কয়েকদফা আলোচনা আমরা করেছি। এই অ্যাপটি চালু হলে দেশ-বিদেশের পর্যটকরা এর মাধ্যমে উপকৃত হবেন।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FhF6Ks
March 06, 2018 at 04:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন